ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট কাকডাঙ্গা বিল এলাকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফকিরহাট মডেল থানার ওসি মো. আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে যাত্রীবাহী লোকাল বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত করে।
