বাস খাদে পড়ে বাগেরহাটে ৬ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। এসময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

 

ফকিরহাট মডেল থানার ওসি মো. আবু জাহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে যাত্রীবাহী লোকাল বাসটি খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা বিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার পাশে থাকা গাছে আঘাত করে।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে আবারো মাদরাসা দখলের চেষ্টা, হামলায় আহত অন্তত ১০
পরবর্তি সংবাদদেশের জাতীয় ঐক্যের উপর যারা আঘাত হানবে তাদের কোনো ছাড় দেয়া হবে না: এরদোগান