ইয়াঙ্গুনের সাউথ ডাগোন টাউনশিপের একজন প্রশাসনিক কর্মকর্তা এ তথ্য জানান।
সাউথ ডাগোন টাউনশিপে উ মাউং মাউংয়ের মালিকানাধীন ২৬ নং কোয়ার্টারের একটি বিল্ডিং, উ তিন সো’র মালিকানাধিন ৬৪ নং কোয়ার্টারের একটি বাড়ি এবং উ মাইন্ত লিউয়িনের মালিকানাধিন ১০৬ নং কোয়ার্টারের একটি বাড়িতে রমজান মাসে নামাজের জন্য অনুমতি দিয়েছিল ইয়াঙ্গুনের আঞ্চলিক সরকার। আনুষ্ঠানিকভাবে এই অনুমতি দেয়া হয় যে এখানে ৬ মে থেকে ৭ জুন পর্যন্ত নামাজ পড়া যাবে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ না করার শর্তে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, বৌদ্ধ উগ্রপন্থীরা ১৪ মে ২৬ নং কোয়ার্টারে জড়ো হয়ে নামাজের জায়গাটি বন্ধের দাবি জানায়। পরদিন ৬৪ নং ও ১০৬ নং কোয়ার্টারে গিয়েও তারা একই দাবি জানায়। পরে চাপের মুখে নামাজ পড়ার জায়গাগুলো বন্ধ করে দেওয়া হয়।
