ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় কুরিয়ার সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠান এসএ পরিবহন সার্ভিসের অফিস থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৩। এসময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব সূত্র।
র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল উত্তরা ৬ নং সেক্টরের আলাউল এভিনিউয়ের এসএ কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালায়। এ সময় এক লাখ ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তারা টেকনাফ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকায় ইয়াবা নিয়ে আসতো।
র্যাব কর্মকর্তা এমরানুল হাসান জানান, এ বিষয়ে পরে অন স্পট মিডিয়া ব্রিফ করে বিস্তারিত জানানো হবে।
