খাগড়াছড়িতে বজ্রপাতে নিহত ২

ইসলাম টাইমস ডেস্ক: খাগড়াছড়ি জেলার মাটিরাঙায় বজ্রপাতে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে বর্ণাল ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় বৃষ্টির সময় বজ্রপাতে নিজ বাড়িতে আব্দুল খালেকের স্ত্রী আয়েশা বিবি (৫০) ও ছেলে মো. মমিন (২০) মারা যান। আয়েশা বিবির মেয়ে আলিয়া বেগম (৩০), ছেলে আরাফাত হোসেন ও পৃথক ঘটনায় বেলতলী ইউনিয়নের খেদাছড়ার রাজিয়া খাতুন (৫৫) আহত হন। আহতদের মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ভোরে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে বাড়ির ভেতর থাকা একই পরিবারের চারজন হতাহতের খবর শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। আহতদের উদ্ধার করে তারা মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মাটিরাঙা থানার ওসি সৈয়দ জাকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পূর্ববর্তি সংবাদএবার দ্বিতীয় ইনিংস শুরু করব: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদউত্তরায় এসএ পরিবহনের অফিস থেকে এক লাখ ইয়াবা উদ্ধার