তাওহীদুল ইসলাম তায়্যিব।।
তাফসীরে কুরতুবী। এই কিতাবের পুরো নাম হলো ‘আল-জামিউ লি-আহকামিল কোরআন’। লেখক : হিজরী সপ্তম শতকের বিখ্যাত ফকীহ আলেম আল্লামা আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আহমাদ ইবনে আবু বকর আল-কুরতুবী রাহ. (ইনতিকাল ৬৭১ হিজরী)। তিনি ছিলেন আন্দালুসের অধিবাসী এবং মালেকী মাযহাবের অনুসারী।
সুবিখ্যাত এই তাফসির গ্রন্থে কুরআনে কারীম থেকে ফিকহী আহকাম ও মাসায়েল আহরণের বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে আয়াতের মর্মার্থ, কঠিন শব্দের ব্যাখ্যা, বাক্যের নাহবী বিশ্লেষণ, বালাগাত ও অলংকার শাস্ত্র এবং আয়াত সংশ্লিষ্ট হাদীস ও সাহবায়ে কেরামের বক্তব্য ইত্যাদি বিষয়েও প্রচুর তথ্য পেশ করা হয়েছে। তাছাড়া দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্ত কোরআনে কারীমের যেসব নির্দেশনা রয়েছে সেগুলোও সবিস্তারে উল্লেখিত হয়েছে।
কিতাবটির ভূমিকা অংশ বেশ দীর্ঘ এবং ‘উলুমুল কুরআন’ এর গুরুত্বপূর্ণ আলোচনায় সমৃদ্ধ।
কোনো কোনো প্রকাশনী থেকে ১২ খণ্ডে এবং মিসরের বিখ্যাত প্রকাশনী ‘দারুল কুতুবিল মিসরিয়্যাহ’ থেকে তাহকীকসহ ২০ খণ্ডে গ্রন্থটি প্রকাশিত হয়েছে
