ফেসবুকে রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করায় কুবি শিক্ষার্থী আটক

ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের জয় দেব নামে এক শিক্ষার্থীকে রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগেে আটক করেছে পুলিশ। কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মো. ইমাম জয় দেবকে আটকের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার (১৮ মে) রাতে ‘ভয়েস অব আমেরিকা’র ফেসবুক ভেরিফাইড পেজের একটি ভিডিও বার্তায়  নবীজীকে নিয়ে বিরূপ মন্তব্য করে জয় দেব। ধর্মীয় বিদ্বেষপূর্ণ এই মন্তব্যটি স্ক্রিনশটের মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়ে। একের পর এক পোস্টের মাধ্যমে ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। তোপের মুখে পড়ে অভিযুক্ত শিক্ষার্থী তার মন্তব্যটি মুছে ফেলেন এবং এরকম মন্তব্যের পুনরাবৃত্তি হবে না বলে ক্ষমা চান। কিন্তু এতেও পরিস্থিতি শান্ত হয়নি।

জয় দেবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি দেন সাধারণ শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার এসআই মো. ইমাম বলেন, ‘অভিযুক্ত জয় দেব কুমিল্লার ঠাকুরপাড়ার একটি মেসে থাকতো। সে ফেসবুকে ইসলাম ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা তাকে আটক করে আমাদের খবর দেয়। আমরা রবিবার (১৯ মে) সকালে তাকে আটক করি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পূর্ববর্তি সংবাদআট মামলায় আদালতে হাজিরা দিল নারায়ণগঞ্জের সেই নূর হোসেন
পরবর্তি সংবাদদুই মন্ত্রীর দায়িত্ব কমালেন প্রধানমন্ত্রী