আজ থেকে হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু

ইসলাম টাইমস ডেস্ক: হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হবে বলে জানা গেছে।

বিমান বাংলাদেশ সূত্রে জানা যায়, এ বছর হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় করা হবে। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য তাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। তবে এ কারণে ফ্লাইটের একদিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। সে সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না। একই সঙ্গে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত স্লট দেবে না সৌদি সরকার।

সংস্থাটি আরো জানায়, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের নিয়ে যাবে। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭ ৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান।

 

পূর্ববর্তি সংবাদপুঁজিবাজারকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না: মেনন
পরবর্তি সংবাদবাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে