ইসলাম টাইমস ডেস্ক: বঙ্গোপসাগরে আজ থেকে ৬৫ দিনের জন্য সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এতে চরম দুশ্চিন্তায় পড়ছেন জেলে ও মৎস্যজীবীরা।
ঘোষণা অনুযায়ী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরণের মাছ ধরার উপর সম্পূ্র্ণভাবে নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এ ঘোষণায় উপকুলীয় জেলে সম্প্রদায়ে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। জেলেরা যখন মহাজনদের কাছ থেকে চড়া সুদে দাদন নিয়ে ফিশিং বোট ও জাল মেরামত করে সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ঠিক সে সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের ঘোষণা এলো।
এদিকে সমুদ্র-অঞ্চলের জেলেরা বলছেন যে, দীর্ঘ দুই মাস যদি তাদের একমাত্র জীবিকা মাছ ধরা চালিয়ে যেতে না পারেন তাহলে তাদের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে।
বাংলাদেশের কুতুবদিয়া দ্বীপে বসবাসরত তৃষ্ণা জলো দাস জানান, তিনি বংশ পরম্পরায় মাছ ধরা এবং বিক্রি সংশ্লিষ্ট কাজ করে থাকেন। সংসার চালানোর জন্য দৈনিক ছোট নৌকায় মাছ ধরেন। কিন্তু ৬৫দিনের এই নিষেধাজ্ঞায় দিশেহারা হয়ে পরেছেন তিনি।
তিনি আরো বলেন “এই ৬৫ দিন মাছ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা কীভাবে যে চলবো? আমাদের ঋণ আছে, বাচ্চাদের লেখাপড়া,দৈনিক বাজার খরচ,এসব চালানোতো আমাদের দ্বারা সম্ভব হবে না।”
এই সিদ্ধান্তের প্রতিবাদে নৌকা মালিক সমিতিদের কেউ কেউ মানব-বন্ধনের ডাক দেয়ার কথা বলছেন।
