বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে

ইসলাম টাইমস ডেস্ক: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।

আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইজুমি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদমাধ্যকে এ তথ্য জানান।

ইহসানুল করিম বলেন, জাপানের দূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন জাপান সফরে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলার সমমূল্যের ৪০তম অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হবে। যা গত বছরের চাইতে ৩৫ শতাংশ বেশি।

পূর্ববর্তি সংবাদআজ থেকে হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু
পরবর্তি সংবাদহুয়াওয়েতে নিষিদ্ধ ইউটিউব, গুগল ম্যাপস, জি-মেইল