ভাড়া করা নেতাদের কারেণই বিএনপির দৈন্যদশা: তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে দলটি ভাড়া করা নেতা দিয়ে চলছিল। নেতৃত্বের দুর্বলতার কারণেই দলটির এ দৈনদশা হয়েছে।

সোমবার (২০ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

তিনি বলেন, বহুদিন ধরেই দলটি নেতৃত্ব দিয়ে আসছেন ড. কামাল হোসেন। এখন এই দৈন্যদশা কাটাতে নতুন করে নেতা ভাড়া করবে কি না সেটা বিএনপি-ই ভালো জানে।

পূর্ববর্তি সংবাদ‘বালিশকাণ্ডে’র বিচার বিভাগীয় তদন্ত চেয়ে ব্যারিস্টার সুমনের রিট
পরবর্তি সংবাদ‘উন্নয়নের নামে রাজনৈতিক উচ্চাভিলাষ বাস্তবায়িত হচ্ছে মহাদুর্নীতির ওপর ভর করে’