ইসলাম টাইমস ডেস্ক: ভ্রান্ত দল হিযবুত তাওহীদ কর্তৃক আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের ইসলাম ও দেশ বিরোধী সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইসলামি আকিদা সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ।
আজ সোমবার বেলা ১১ টায় ইসলামি আকিদা সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুফতী রিজওয়ান রফিকীর সভাপতিত্বে নয়াপল্টনস্থ সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে হিযবুত তাওহীদের ইসলাম বিরোধী কার্যক্রম, মাদরাসা-মসজিদ, আলেম-উলামার প্রতি তাদের বিষোদগার, ইসলামের বিভিন্ন হুকুম-আহকাম নিয়ে তাদের কটুক্তি ও হিযবুত তাওহিদের দেশদ্রোহী কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইসলামি আকিদা সংরক্ষণ কমিটির সদস্য মাওলানা গাজী ইয়াকুব ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মফতি লুৎফুর রহমান ফরায়েজী, মুফতি আবু ইউসুফ মাহমুদী, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি রফি উদ্দীন মাহমুদ নুরীসহ আরো অনেকেই।
মাওলানা গাজী ইয়াকুব জানান আজকের সংবাদ সম্মেলনে আগামী ২০ শাওয়াল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তাছাড়া ২৮ শাওয়াল দেশের শীর্ষস্থানীয় আলেমদের সাথে বৈঠক ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কথাও আলোচনা হয়েছে।
