এবার ফেনসিডিলেও ভেজাল!

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগ ফারুক হোসেন (২৬) ও বিপ্লব হোসেন রুবেল (৩২) নামে মাদক ব্যবসায়ী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

গত রাতে রাজধানীর মগবাজারে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের থেকে ২০০ বোতল ফেনসিডিল, পানির বোতলে রাখা ২১ লিটার তরল ফেনসিডিল ও ফেনসিডিলের ৫০টি খালি বোতল ও  একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

জানা যায়, গ্রেফতাররা ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেনসিডিল আনতো। এরপর দ্বিগুণ লাভের জন্য পানি মিশিয়ে ভেজাল ফেনসিডিল তৈরি করে বিক্রি করতো রাজধানীতে।গ্রেফতারকৃত দু’জনের গ্রামের বাড়ি দিনাজপুরে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হান্নানুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ী চক্রের এই সদস্যরা সীমান্ত দিয়ে ফেনসিডিল এনে একটি বোতলের ফেনসিডিল দুই বোতলে ভাগ করে পানি মিশিয়ে বিক্রি করতো। পানির সঙ্গে অন্য কোনও কেমিক্যাল ব্যবহার করতো কি না, তা পরীক্ষা করে দেখা হবে বলেও জানান তিনি।

পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে ফেনসিডিল দামি মাদক হিসেবে বিবেচিত হয়। অনেক বিত্তশালী পরিবারের তরুণ ও চাকরিজীবী তরুণরা ফেনসিডিলে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যার পর এই মাদক ব্যবসায়ী চক্রটি হাতিরঝিল এলাকায় ফেনসিডিল বিক্রি করতো।

পূর্ববর্তি সংবাদমার্কিন নৌবাহিনীতে মহিলা সহকর্মীদের ধর্ষণের তালিকা প্রকাশ!
পরবর্তি সংবাদ‘নামাজ আমাকে ইসলাম গ্রহণে আগ্রহী করেছে’