দুর্নীতির অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তাকে শোকজ

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের ১৪ কর্মকর্তা-কর্মচারীকে তাদের বিরুদ্ধে আনিত দুর্নীতি ও অনিয়মসহ নানা অভিযোগের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

সিটি মেয়র জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগী নাগরিকদের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ওই ১৪ জনের মধ্যে টঙ্গী জোনের সিভিল প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. মুজাহিদসহ ইলেকট্রিক, লাইসেন্স, হিসাব, ট্যাক্স, সড়ক বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজন সচিব রয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না পাওয়া গেলে তাদের সাময়িক বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মেয়র আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশন দায়িত্ব গ্রহণের পর প্রথম সভায় ওই ১৪ কর্মকর্তাসহ সব কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে না জড়ানোর জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু কিছুসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নানা ধরনের দুর্নীতি ও অনিয়মের সঙ্গে নিজেদের জড়িয়ে ফেলেছেন। তারা সাত মাসেও সংশোধন হননি।

পূর্ববর্তি সংবাদমক্কা ও জেদ্দা নগরী লক্ষ্য করে ব্যালাস্টিক মিসাইল হামলা
পরবর্তি সংবাদতাফসির পরিচিতি: প্রাচীনতম তাফসিরের কিতাব তাফসীরে তাবারী