বুযুর্গদের ইতিকাফ: রমযানে কুরআন তিলাওয়াতে মুখরিত থাকে বগুড়ার জামিল মাদরাসা

ইসলাম টাইমস প্রতিবেদন: উত্তর বঙ্গের ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়া ইসলামিয়া কাছেমুল উলুম’ (জামিল মাদরাসা) সদর, বগুড়ায় প্রায় অর্ধশতকের ও বেশি সময় দ্বীনি খেদমত আসছে। একই সাথে প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবারে মাদরাসার মসজিদে নিয়মিত মাসিক ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে, আলেমদের পাশাপাশি বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন এবং উপকৃত হন।

মাসিক ইসলাহী মজলিসের একটি অংশ হিসেবে রমযানকেন্দ্রিক মাসব্যাপী ইতিকাফের আমল হয়৷ ইতিকাফের আমলের তথ্য জানতে বগুড়ার স্থানীয় আলেম-লেখক মাওলানা সালাহুদ্দীন মাসউদের সাথে যোগাযোগ করলে তিনি ইসলাম টাইমসকে জানান,  জামিল মাদরাসায় একযুগের ও বেশি সময় ধরে রমযানব্যাপী ইতিকাফের আমল হয়ে আসছে। এর জিম্মাদার হিসেবে দেখভাল করেন জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হক হক্কানী।

মাওলানা মাসউদ আরো জানান, ইতিকাফকারীদের ব্যক্তিগত আমলের বাহিরে বাড়তি কোন আমল দেয়া হয় না এবং আমলের জন্য নির্দিষ্ট কোন ঘরনার পদ্ধতি গ্রহণ করা হয় না৷ যে যার মতো ইনফেরাদী আমল করে থাকেন৷ তবে, চব্বিশ ঘন্টা মসজিদে আমল জারী থাকে। বিশেষত কুরআন তিলাওয়াতে মুখর থাকে জামেয়ার মসজিদ। এছাড়া নিয়মিত বাদ জোহর আমলী মশক এবং বাদ আছর কিতাবী তালীমের আমল হয়৷

পূর্ববর্তি সংবাদতাফসির পরিচিতি: প্রাচীনতম তাফসিরের কিতাব তাফসীরে তাবারী
পরবর্তি সংবাদপাকিস্তানিদের জন্য ভিসা বন্ধ করেনি বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী