তাজিকিস্তানের কারাগারে দাঙ্গায় নিহত ৩২

ইসলাম টাইমস ডেস্ক: তাজিকিস্তানের একটি কারাগারে দাঙ্গায় ৩ কারারক্ষীসহ ৩২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার আইএসের দণ্ডপ্রাপ্ত বন্দিরা এই দাঙ্গা শুরু করে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়। সূত্র: বার্তা সংস্থা রয়টার্সের

রবিবার রাতে রাজধানী দুশানবে থেকে ১০ কিলোমিটার পূর্বে ভাখদাত শহরের প্রথম শ্রেণীর একটি কারাগারে এ ঘটনা ঘটে। সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারটিতে বন্দিরা ছুরি নিয়ে হামলা চালিয়ে তিন রক্ষী ও পাঁচ বন্দিকে হত্যা করার পর দাঙ্গা শুরু হয়।

এরপর নিরাপত্তা বাহিনী ২৪ জনকে হত্যা করে কারাগারটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। কারাগারটিতে প্রায় দেড় হাজার বন্দি ছিল।

এর আগে গত নভেম্বরে তাজিকিস্তানের আরেকটি কারাগারে হওয়া দাঙ্গার দায় স্বীকার করেছিল আইএস। ওই বছরের জুলাইতে আইএস তাজিকিস্তান ভ্রমণে আসা পশ্চিমা পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল।

তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি স্থলবেষ্টিত প্রজাতন্ত্র। এর উত্তরে কিরগিজস্তান, উত্তরে ও পশ্চিমে উজবেকিস্তান, পূর্বে গণচীন এবং দক্ষিণে আফগানিস্তান। দুশান্‌বে দেশের বৃহত্তম শহর ও রাজধানী।

 

পূর্ববর্তি সংবাদখিদমাহ ব্লাড ব্যাংক: মানবতার কল্যাণে মহৎ অগ্রযাত্রা
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় রমযান ও তারাবীর চিত্র