ঈদের পর প্রখ্যাত ৩ আলেমের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সৌদি

ইসলাম টাইমস ডেস্ক: রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এনে সৌদি আরবের তিন বিশিষ্ট আলেম শায়খ সালমান আল-আওদাহ, শায়খ আয়েজ আল-ক্বরনী, শায়খ আলী আল-আমরী’র মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব।

সৌদি সরকারের বরাত দিয়ে দ্য মিডলইস্ট আই জানিয়েছে, এই তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করতে কর্মকর্তারা একদম দেরি করতে চাচ্ছেন না। রমযানের পর তাদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

জানা যায়, গত এপ্রিল মাসে ৩৭ সৌদির মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত নিয়েছিল সৌদি সরকার। তবে আন্তর্জাতিক চাপ ও নিন্দার ভয়ে মৃত্যুদণ্ড কার্যকরে বিলম্ব করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তাদের গ্রেফতার করা হয়। সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর অনেক শিক্ষাবিদ, গবেষক ও স্কলার এমনকি ইমামদেরও গ্রেফতার করা হয়।

 

পূর্ববর্তি সংবাদউত্তরা তালীমী বোর্ডের ৩য় বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
পরবর্তি সংবাদঈদের পর করা হবে রেলের অ্যাপ সমস্যার সমাধান: রেলমন্ত্রী