এবার উত্তরা ওয়াসা অফিসে দুদকের অভিযান

ইসলাম টাইমস ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এবার রাজধানীর উত্তরা ওয়াসার মডস জোন-৯-এ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ বিষয়ক উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, আজ বুধবার উত্তরায় ওয়াসার মডস জোন-৯-এ দুদক সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশসহ ৫ সদস্যের এনফোর্সমেন্ট টিম অংশ নেয়।

দুদক টিম নির্বাহী প্রকৌশলীর দফতরে গ্রাহকদের আসা অভিযোগ রেজিস্টার যাচাই করে। কিছু গ্রাহকের সঙ্গে মোবাইলে কথা বলে সমস্যা জানতে চায়। অভিযানের সময় ওয়াসার পানি বহনকারী ট্রাকের ২ জন কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পায় দুদক টিম। এছাড়া দুদক টিম উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডের পানির লাইন যাচাই করে অবৈধ সংযোগের সন্ধান পায়। ওয়াসা কর্তৃপক্ষ দুদকের উপস্থিতিতে সেই সংযোগ বিচ্ছিন্ন করে। উত্তরা ১২ নম্বর সেক্টরেও ৬টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পূর্ববর্তি সংবাদঈদযাত্রায় ভোগান্তি লাঘবে ভারত থেকে আসছে ৬০০ বাস: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদধান কাটার নির্দেশ, কৃষকের পোশাকে ছাত্রলীগ