ধান কাটার নির্দেশ, কৃষকের পোশাকে ছাত্রলীগ

ইসলাম টাইমস ডেস্ক: এক দরিদ্র কৃষকের ধান কাটতে রীতিমতো কাস্তে হাতে কৃষকের পোশাকে মাঠে নেমেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

বুধবার ঢাকার সাভারের ভাকুর্তা ইউনিয়নে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ধান কাটেন তিনি। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগেরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এদিকে কৃষকদের ধান কেটে দেয়াসহ সব ধরনের সহযোগিতা করতে ছাত্রলীগের সব ইউনিটের নেতাকর্মীদের আহ্বান জানিয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে সংগঠনটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির পরদিন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিজেই ধান কাটার কাজে নেমে পড়েছেন।

পূর্ববর্তি সংবাদএবার উত্তরা ওয়াসা অফিসে দুদকের অভিযান
পরবর্তি সংবাদনুহাশরা যখন নিজেদের অনিরাপদ মনে করে