কমলাপুর স্টেশনে টিকিটের সার্ভাররুমে দুদকের হানা

ইসলাম টাইমস ডেস্ক: অ্যাপসের মাধ্যমে অনলাইন থেকে টিকিট কাটতে না পারার অভিযোগ তদন্তে কমলাপুর রেলস্টেশনে টিকিটের সার্ভাররুমে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সকাল ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম কমলাপুরে যায়।

এসময় তারা অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।  সার্ভাররুমের কর্মকর্তারা দুদককে জানান- সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। এ কারণে গ্রাহকরা অনলাইনে টিকিট কিনেতে পারছেন না। ঠিক করার কাজ চলছে।

পরে দুদকের উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা টিকিট সংগ্রহকারীদের কাছ থেকে অভিযোগ পেয়ে এসেছি। এখানে অনলাইন টিকিটিং সিস্টেমের সার্ভারের কর্মকর্তারা বলেছেন, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে। তাই টিকিট পেতে একটু সমস্যা হচ্ছে। সার্ভার ডেভেলেপমেন্টের কাজ চলছে।

 

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় ভোটের ফলাফল ঘোষণার পর সহিংসতা, নিহত ৬
পরবর্তি সংবাদধানক্ষেতে আগুনের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: কাদের