আগামীকাল চট্টগ্রামের সেই মসজিদে জুম‘আর বয়ান করবেন আল্লামা আহমদ শফী

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া (অনন্যা আবাসিক সংলগ্ন) ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসা অবৈধ দখলদারমুক্ত হওয়ায় আগামীকাল সকাল ১১টায় মাদরাসার মসজিদে ‘শোকরানা দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত ও জুম‘আর বয়ান করবেন, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারী পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা.।

হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইসলাম টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকাল শুক্রবার (২৪ মে) ওমর ফারুক মাদরাসায় জুমার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে নসীহত পেশ করবেন, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী দা.বা.। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন, চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ আ জ ম নাসির উদ্দিন, জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী।

দোয়া মাহফিল সফল করার জন্য ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার পরিচালক ও সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব সর্বস্তরের ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ তাওহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন।

পূর্ববর্তি সংবাদঐতিহাসিক বদর যুদ্ধ, আমাদের জন্য যা শিক্ষা
পরবর্তি সংবাদ‘ভারতের জয়‘ টুইটে মোদী, মমতা বললেন ‘পরাজিত হওয়া মানেই হার নয়’