দারুল মা’আরিফে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদ-এর উদ্যোগে ১৫ দিনব্যাপী আরবী ভাষা প্রশিক্ষণ কোর্সের পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

২১ মে মঙ্গলবার জামেয়া দারুল মা’আরিফ আল- ইসলামিয়ার লাইব্রেরি মিলনায়তনে বাদে আসর থেকে অনুষ্ঠানটি শুরু হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়। এছাড়া সকল অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের প্রধান উপদেষ্টা, জামেয়া দারুল মা’আরিফ আল- ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী বলেন, “দারুল মা’আরিফ এ ধরনের উদ্যোগে সব সময় আন্তরিক থাকবে। আরবী ভাষার সেবায় সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. জসিম উদ্দিন নদভীর স্বপ্ন ছিলো এধরনের একটি কোর্স রমজানে চালু হোক। তার স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় অত্যন্ত সন্তুষ্ট। সকলের মেহনতকে মহান আল্লাহ কবুল করে নিন।”

অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামেয়ার নায়েবে মুদীর, পরিষদের অন্যতম উপদেষ্টা আল্লামা ফুরকানুল্লাহ খলীল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রশীদ জাহেদ।

প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আফিফ ফুরকান মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ মুস্তাফা কামিল মাদানী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক মাওলানা শহীদুল্লাহ কাউসার, পরিষদের সহ সভাপতি মাওলানা আমিনুল্লাহ, সহ সভাপতি ড. নুরুল আমিন নুরী, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মুফতি ফরিদ আহমদ আনসারী, মাওলানা ফুরকান আনোয়ারী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা শোয়াইব উদ্দীন মক্কী, মাওলানা শফিকুর রহমান, জনাব আতাউর রহমান আজাদ, জনাব শিবলী নোমানী, মাওলানা মাহমুদ মুজিব প্রমুখ।

পূর্ববর্তি সংবাদরাজধানীতে ৪০০ মণ আম ধ্বংস, ৯ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা
পরবর্তি সংবাদসংঘর্ষ, আচরণবিধি লঙ্ঘন, ইভিএম বিতর্কের অভিযোগ, কে আসছেন দিল্লীর মসনদে?