ইসলাম টাইমস ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। চূড়ান্ত ফলাফল ঘোষণা না করা হলেও তিন’শর বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন জোট। ফলে তারাই যে সরকার গঠন করতে যাচ্ছে তা একরম নিশ্চিত। বিজেপির জয়ের খবরে নেতাকর্মীদের মধ্যে উল্লাস শুরু হয়ে গেছে।
ফলাফল ঘোষণার মধ্যেই বৃহস্পতিবার টুইটে এই অঙ্গীকার করলেন ‘চৌকিদার’ নরেন্দ্র মোদী।
টুইটে মোদী লিখেছেন, ‘‘সকলকে সঙ্গে নিয়ে, সকলের বিশ্বাস অর্জন করে সকলের বিকাশ ঘটিয়েই ভারত বিজয়ী হয়েছে। আমরা সকলে এক সঙ্গে থেকেছি। একই সঙ্গে বেড়ে উঠেছি। সকলে একজোট হয়েই আমরা শক্তিশালী দেশ গড়ে তুলব।’’
ভোটারদের ধন্যবাদ জানিয়ে আর একটি টুইটে মোদী লিখেছেন, ‘‘আপনারা আমাদের জোটের উপর যে ভাবে আস্থা রেখেছেন, তা আমাদের আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করেছে।”
ও দিকে, ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ এ দিনতাঁর টুইটে লেখেন, ‘‘বিরোধীদের অপপ্রচার, মিথ্যাচার, ব্যক্তিগত আক্ষেপ এবং ভিত্তিহীন রাজনীতির বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। আজকের এই ফলাফলে এও প্রমাণিত হয়েছে যে, ভারতবাসী জাতিবাদ, পরিবারতন্ত্র এবং তুষ্টিকরণের রাজনীতি উপড়ে ফেলে দিয়ে উন্নয়ন এবং রাষ্ট্রবাদকেই বেছে নিয়েছেন।’’
দিন নির্বাচনী ফলাফলে প্রতিক্রিয়া জানিয়েছে, বিরোধী জোটের নেত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যয়। মমতা টুইটারে লিখেছেন, ‘বিজয়ীদের অভিনন্দন।পরাজিত হওয়া মানেই হার নয়। বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করা দরকার। তারপর নিজেদের মতামত জানাবো। আগে গণনা প্রক্রিয়া শেষ হোক। মিলিয়ে দেখা হোক ভিউপ্যাডগুলি।’
