ইসলাম টাইমস ডেস্ক: ভারতের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে যে দলই সরকার গঠন করুক বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক থাকবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা সমাধানের ব্যাপারেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
বুধবার সচিবালয়ে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ।
ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতে নির্বাচন হচ্ছে, একটু আলাপ-আলোচনা হয়েছে। ভারতের জনগণ যে দল বা জোটকে নির্বাচিত করবে, তাদের সঙ্গেই আমাদের সম্পর্ক থাকবে। সরকার টু সরকার, পিপল টু পিপল যে যোগাযোগ ও সম্পর্ক আছে, যে জোট ও যে দলই সরকারে আসুক না কেন জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের বলেন, ভারতে নির্বাচন হচ্ছে, একটু আলাপ-ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের পর অমীমাংসিত সমস্যাগুলো আলোচনায় আসবে এবং সমাধানের ব্যাপারে আমরা আশাবাদী। তিস্তা নিয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ছিটমহল হস্তান্তর যেভাবে হয়েছে, সীমান্ত সমস্যার বাস্তবায়ন যেভাবে হয়েছে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যারও সমাধান হবে। হতাশ হওয়ার কারণ নেই।
মন্ত্রী বলেন, ভারতীয় ঋণে অনেক প্রকল্প চলমান রয়েছে। আবার নতুন নতুন প্রকল্প আমরা হাতে নিচ্ছি। কানেক্টিভিটির নতুন নতুন দুয়ার উন্মোচিত হবে।
