মানহীন ৫২ পণ্য না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব

ইসলাম টাইমস ডেস্ক: বাজার থেকে বিভিন্ন কোম্পানির মানহীন ৫২টি খাদ্যপণ্য সরানোর নির্দেশনা বাস্তবায়ন না করায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট।

 

বিএসটিআইয়ের মান পরীক্ষার প্রতিবেদন প্রকাশের পর শিল্প মন্ত্রণালয়ের একটি রিট আবেদনে গত ১২ মে হাইকোর্টের এই বেঞ্চ বাজার থেকে ৫২টি খাদ্যপণ্য দ্রুত অপসারণ করে ধ্বংস করার আদেশ দেন। পাশাপাশি এসব পণ্য মানের পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত উৎপাদন বন্ধ রাখতে বলা হয় আদালতের আদেশে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এসব নির্দেশ বাস্তবায়ন করে ১০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয় সেদিন

কিন্তু আদালতের বেধে দেওয়া ১০ দিন অতিবাহিত হয়ে গেলেও বাজার থেকে সেই ৫২ পণ্য না সরানোয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে হাইকোর্টে তলব করা হয়

আদালতের আদেশে বলা হয়, শুধু রমজানে ভেজালবিরোধী অভিযান কাম্য নয়, সারা বছর চলা উচিত। খাদ্য নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন শুধু কর্মকর্তা হিসেবে কাজ না করেন, তারা যেন দেশপ্রেমিক হিসেবে জনগণের প্রতি ভালোবাসা দেখিয়ে দায়িত্ব পালন করেন।

 

পূর্ববর্তি সংবাদভারতে যে দলই আসুক সম্পর্ক স্বাভাবিক থাকবে : কাদের
পরবর্তি সংবাদপাহাড়ে আযানের আওয়াজ নিয়ে কেন এই গা-জ্বলুনি!