ইসলাম টাইমস ডেস্ক: নির্ধারিত সময়ের আগে আসা অপরিপক্ক ৪০০ মণ আম ধ্বংস করেছে র্যাব। এ সময় আড়তের নয় প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী আড়তে অভিযান চালিয়ে ৪০০ মণ আম ধ্বংস করেছে র্যাব। বুধবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এই অভিযান চালান।
সারওয়ার আলম বলেন, মে মাসের শেষের দিকে আমগুলো বাজারে আসার কথা। কিন্তু ব্যবসায়ীরা নির্ধারিত সময়ের আগে ভিন্ন উপায়ে আমগুলো পাকিয়ে বাজারে এনেছেন।
এরপর আড়তের ৯টি দোকান থেকে এমন ৪০০ মণ আম নিয়ে গাড়ির চাকার নিচে ফেলে সেগুলো নষ্ট করা হয়। এছাড়া এই অভিযানে আড়তের ৯ প্রতিষ্ঠানকে ২৪ লাখ টাকা জরিমানাও করা হয়।
