আবারও পেছালো পদ্মা সেতুর ১৩তম স্প্যান বসানোর কাজ

ইসলাম টাইমস ডেস্ক: পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারের উপর ১৩তম স্প্যান বসানোর কাজ আবারও পেছালো। শুক্রবার সকালে এ কাজ শুরু করার পর দুপুরে তা স্থগিত করা হয় বলে পদ্মা সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী জানিয়েছেন।

আগামীকাল শনিবার সকাল থেকে স্প্যানটি বসানোর কাজ আবার শুরু হবে বলে জানান এ প্রকল্পের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।

তিনি বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে পিলারের উদ্দেশ্যে স্প্যান দেরিতে রওনা দেয়। ফলে শুক্রবার আর স্প্যান বসানোর যথেষ্ট সময় নেই। কারণ পজিশন ঠিক করতে পর্যাপ্ত আলো না পাওয়া গেলে স্প্যান বসানো যাবে না। তাই শনিবার সকালে স্প্যান বসানো হবে।

এদিকে পদ্মা সেতু প্রকল্পের অপর একটি সূত্র জানায়, ১৪ ও ১৫তম পিলারে লিফটিং হ্যাঙ্গার প্রস্তুত হয়নি। তাই আজ স্প্যানটি বসানো হবে না।

এর আগে ১৪ ও ১৫তম পিলারে বসানোর উদ্দেশ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান ৩বি নিয়ে রওনা হয় ভাসমান ক্রেন ‘তিয়ান ই’। কিন্তু স্প্যানটি নিয়ে রওনা হওয়ার কথা ছিল সকাল সাড়ে সাতটায়। এর আগেও কয়েক দফায় এই স্প্যানটি বসানোর তারিখ পরিবর্তন করা হয়।

পূর্ববর্তি সংবাদলাইভ প্রোগ্রাম: ফের বিজেপির ক্ষমতা গ্রহণ, মুসলমানদের আতঙ্ক ও নানা দিক বিশ্লেষণ
পরবর্তি সংবাদচাঁদা না দেওয়ায় সবজি বিক্রেতা জবি শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার মারধর!