ইসলাম টাইমস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো লোকসভা নির্বাচনে বিজেপির কাছে হারর পর কংগ্রেস প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগের প্রস্তাব দিয়েছেন রাহুল গান্ধী। তবে কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট ও ইউপিএ জোট নেতা সোনিয়া গান্ধী তার এই প্রস্তাবে সায় দেননি। ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটটিন জানিয়েছেন কিছুদিনের মধ্যেই অনুষ্ঠিতব্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির সভায় বিষয়টি তোলা হবে।
সাত দফায় অনুষ্ঠিত ১৭ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা হয় ২৩ মে। এদিন নির্বাচন কমিশনের দেওয়া ফল অনুযায়ী ৫৪২টি আসনের মধ্যে ৩৫১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৯১টি আসনে। কংগ্রেসের নিজস্ব আসন বলে পরিচিত উত্তর প্রদেশের আমেথি আসনে বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছেন রাহুল গান্ধী নিজেও।
২০১৪ সালে প্রথমবারের মতো রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেসকে হারিয়ে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজেপি। গতকাল বৃহস্পতিবার ঘোষিত ফল অনুযায়ী ২০১৪ সাল থেকে এবারে কংগ্রেসের কিছু আসন বাড়লেও বিজেপির কাছে বড় ব্যবধানেই হারতে হয়েছে তাদের। দুইবারই কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন রাহুল। তবে বৃহস্পতিবার পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে অস্বীকার করেন রাহুল। তিনি বলেন, আজ শুধু ভারতের রায়কে সম্মান করার দিন। আর পরাজয় নিয়ে চুল চেরা বিশ্লেষণ হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সভায়।
