প্রাথমিকের প্রশ্নফাঁসের দায়ে সাতক্ষীরা থেকে ৩৬ জনকে আটক করেছে র‌্যাব

ইসলাম টাইমস ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

শুক্রবার সকাল ৮টার দিকে সাতক্ষীরার কলারোয়া থানার সামনে থেকে তাদের আটক করে র‌্যাব ৬-এর একটি দল।

আটককৃতদের মধ্যে শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আটকের পর তাদের সবাইকে খুলনায় নিয়ে গেছে র‌্যাব। সেখানে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

উল্লেখ্য, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার সকাল ১০টায়।

পূর্ববর্তি সংবাদমোদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
পরবর্তি সংবাদমোদিকে বিএনপির অভিনন্দন