ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ায় একটি ওষুধের গুদাম থেকে ১০ লাখ টাকার নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। ওষুধ জব্দের পাশাপাশি আদালত ওই গুদামের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে শহরের গোহাইল সড়কের অনন্য মেডিকেল নামের একটি দোকান থেকে নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়। ওই দোকানের মালিকের নাম শামছুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে অনুমোদন নেই এমন বিদেশি ওষুধ রাখার অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জহুরুল ইসলাম। অভিযানে বগুড়া জেলা ড্রাগ সুপার আহসান হাবীবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ছিলেন।
ড্রাগ সুপার আহসান হাবীব বলেন, জেলা ড্রাগ কার্যালয় শহরের ছোট ছোট দোকানিদের মাধ্যমে ওষুধের ওই গুদামটির সন্ধান মেলে। এরপর আজ দুপুরে অভিযান চালানো হয়। অভিযানে গুদামে থেকে মোট ২৪ কার্টন অনুমোদনহীন ওষুধ পাওয়া গেছে। এগুলো বাংলাদেশে বাজারজাত করা নিষিদ্ধ। জব্দ করা ওই ওষুধের বাজারমূল্য অন্তত ১০ লাখ টাকা। পরে এসব ওষুধ জেলা প্রশাসন ভবনের সামনে নষ্ট করা হয়।
