ইসলাম টাইমস ডেস্ক: ব্রেক্সিট চুক্তিতে সমর্থন আদায়ে ব্যর্থ হওয়ায় আগামী ৭ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কনজারভেটিভ নেতার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
আজ শুক্রবার ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে থেরেসা মে বলেন, এটা সবসময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি।
ব্যাকবেঞ্চ ১৯২২ কমিটির প্রধান গ্রাহাম ব্রাডলির সঙ্গে বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন। থেরেসা পদত্যাগে অস্বীকার জানালে ওই কমিটির তার বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রস্তুতি নিচ্ছিল।
থেরেসার এ পদত্যাগের ঘটনায় দলটিতে নতুন করে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হবে। মে বলেন, ৭ জুন কনজারভেটিভ পার্টি ও ইউনিওনিস্ট পার্টির প্রধান থেকে আমি পদত্যাগ করবো।
