ভারতের গুজরাটে কোচিং সেন্টারে আগুন, ১৯ শিক্ষার্থী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ থেকে ১৭ বছরের ১৯ শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার বিকেলে স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। তক্ষশিলা কমপ্লেক্স নামের বহুতল ভবনটির একদম ওপরের দুটি তলায় এই আগুন ছড়িয়ে পড়ে। সূত্র: এনডিটিভি

বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওচিত্রে দেখা যাচ্ছে, অনেক শিক্ষার্থী প্রাণ বাঁচাতে ভবনের জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে। ।

সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছিল—সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগুনের ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের ১৯টি ফায়ার ইঞ্জিন আগুন নেভাতে কাজ শুরু করে। এক দমকল কর্মকর্তা বলেন, ‘ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় ছিল শিক্ষার্থীরা।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের পরিবারকে ৪ লাখ রুপি করে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গুজরাট রাজ্য সরকার।

পূর্ববর্তি সংবাদতিস্তাসহ অমীমাংসিত ইস্যুগুলো দ্রুত সমাধান হবে: ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদমাগুরায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২২ জন