ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এসময় ৮ হাজার ৭৫২টি ইয়াবা,৫৩১ পুরিয়া হেরোইন,৭১ পুরিয়া গাঁজা ও ৪১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।
এ ব্যাপারে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ৮ হাজার ৭৫২টি ইয়াবা,৫৩১ পুরিয়া হেরোইন,৭১ পুরিয়া গাঁজা ও ৪১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।
