রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৫

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীতে মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।  এসময় ৮ হাজার ৭৫২টি ইয়াবা,৫৩১ পুরিয়া হেরোইন,৭১ পুরিয়া গাঁজা ও ৪১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান।

এ ব্যাপারে তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে থাকা ৮ হাজার ৭৫২টি ইয়াবা,৫৩১ পুরিয়া হেরোইন,৭১ পুরিয়া গাঁজা ও ৪১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০টি মামলা করা হয়েছে বলেও জানান মাসুদুর রহমান।

পূর্ববর্তি সংবাদব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র পদত্যাগের ঘোষণা
পরবর্তি সংবাদলাইভ প্রোগ্রাম: ফের বিজেপির ক্ষমতা গ্রহণ, মুসলমানদের আতঙ্ক ও নানা দিক বিশ্লেষণ