ইসলাম টাইমস ডেস্ক: অবৈধ দখলদারমুক্ত চট্টগ্রাম বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া (অনন্যা আবাসিক সংলগ্ন) ওমর ফারুক আল ইসলামিয়া মাদরাসার মসজিদে হাজারো মুসল্লিকে সাথে নিয়ে জুমার নামাজ আদায় করেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক চেয়ারম্যান ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার পরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা.।
হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ পৌনে একটায় আল্লামা আহমদ শফী দা.বা. মসজিদে উপস্থিত হন। নামাজের পর আগত হাজার হাজার মুসল্লিদের উদ্দেশ্যে বিশেষ নসিহত পেশ করেন।
এসময় আল্লামা শফী বলেন, আমরা ভাই ভাই। মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার। মুসলিম উম্মাহর ক্রান্তিলগ্নে মতানৈক্য ও হিংসাত্মক কর্মকাণ্ড কখনও কামনা করি না। আমাদের যেসকল ভাইয়ের না বুঝে মসজিদ ও মাদরাসা আক্রমণ করেছেন আল্লাহ তাদেরকে সহিহ বুঝ দান করুক।
এসময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সদস্য ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বর্তমান ওমর ফারুক ইসলামিয়া মাদরাসার দায়িত্বশীল, সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়বসহ আরো অনেকে।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন আল্লামা আহমদ শফী দা.বা.।
