এবারের বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়বে না

ইসলাম টাইমস ডেস্ক: এবারের বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়বে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সভাপতি  আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার কুমিল্লার বাগমারা হাইস্কুল মাঠে লালমাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন: আমি যতদিন বাজেট দিবো ততদিন বাড়তি মূল্য কিছু পাবেন না। তাঁতী, কামার, কুমার,
জেলেসহ সব সম্প্রদায়ের-শ্রেণি পেশার মানুষের জন্য এ বাজেটে কোনো না কোনোভাবে প্রণোদনা বরাদ্দ
আছে। তাদের স্বার্থ রক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান: প্রতিবন্ধি মানুষদের জন্যও এবার অনেক বরাদ্দ আছে। এ বাজেটে শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

লালমাই উপজেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক আবদুল হামিদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার ও লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক।

এছাড়া কুমিল্লার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজিজুর রহমান, এএসপি প্রশান্ত পালসহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রেস ক্লাবের সভাপতিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদউত্তপ্ত পশ্চিমবঙ্গ : বাড়িতে ঢুকে নারীদের শ্লীলতাহানি, গুলি
পরবর্তি সংবাদবজ্রপাতে সিরাজগঞ্জে ৪ জন নিহত