ইসলাম টাইমস ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা হামলায় ইমামসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।
শুক্রবার কাবুলের আল-তাকওয়া মসজিদে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। সেসময় নামাজ আদয় করতে মসজিদে জড়ো হয়েছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানায়, জুমার নামাজের সময় মসজিদের ইমাম মাওলানা শামিমুল্লাহ রায়হানের মাইক্রোফোনের সাথে বোমা সংযুক্ত করে দেয়া হয়।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরায় রাহিমি বলেন, হামলায় নিহত মসজিদের ঈমাম মাওলানা রায়হান আফগানিস্তানের সেনাবাহিনী এবং পুলিশের ঘোর সমর্থক ছিলেন। বিভিন্ন সময় সেনাদের হয়ে তাকে কথা বলতে দেখা গেছে।
এ হামলার দায় এখন পর্যন্ত কোন দল স্বীকার করেনি বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।
তবে রাহিমি বলেন, প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছে এ হামলার পেছনে তালেবানের হাত রয়েছে।
