দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু খুলছে আজ

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা দ্বিতীয় সেতু ও কুমিল্লার দাউদকান্দির দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়া হচ্ছে আজ শনিবার।

আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দুটির উদ্বোধন করবেন।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলরত স্টারলাইনের চালক সাব্বির হাসান জানান, চার লেন বিশিষ্ট সড়কে গাড়ি এসে বিদ্যমান মেঘনা সেতুতে গাড়ি উঠত এক লেনে। এ ছাড়া সেতুটি বেশি খাড়া হওয়ায় লোড যানবাহন সেতুতে উঠত ধীরগতিতে। যে কারণে সাপ্তাহিক ছুটির দিন ও ঈদের সময় যানবাহনের চাপ বেড়ে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো। এখন দ্বিতীয় মেঘনা সেতু চার লেনের হওয়ায় ভোগান্তি কমবে।

সড়ক ও জনপথ বিভাগ  কুমিল্লার নির্বাহী কর্মকর্তা ড. মো. আহাদ উল্লাহ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২৫ হাজার যানবাহন চলাচল করে। এর মধ্যে ৬০ শতাংশ বাণিজ্যিক এবং বাকি ৪০ শতাংশ যাত্রীবাহী। নতুন নির্মিত দ্বিতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য ৯৩০ মিটার আর দ্বিতীয় গোমতী সেতুর দৈর্ঘ্য এক হাজার ৪১০ মিটার। সেতু দুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট থাকবে না। যাত্রীদের ভোগান্তি দূর হবে এবং ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।

মেঘনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক শওকত আহমেদ মজুমদার  জানান, দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয়  মেঘনা এবং দ্বিতীয় মেঘনা-গোমতী সেতু নির্মাণ এবং পুরনো তিনটি সেতুর সংস্কারসহ প্রকল্প বাস্তবায়নে চুক্তি হয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা। সাত মাস আগে নতুন তিনটি সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যাওয়ায় প্রায় ৭০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। বাংলাদেশে এই প্রথম কোনো বড় প্রকল্প নির্দিষ্ট সময়ের আগেই শেষ হয়েছে। এটি একটি মাইফলক।

পূর্ববর্তি সংবাদভূমধ্যসাগরে ১৪ বাংলাদেশিসহ ২৯০ জন উদ্ধার
পরবর্তি সংবাদনিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত