নিম্নচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত

ইসলাম টাইমস ডেস্ক: লঘুচাপের প্রভাবে কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কিমি. বেগে বজ্রপাতসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্ববর্তি সংবাদদ্বিতীয় মেঘনা-গোমতী সেতু খুলছে আজ
পরবর্তি সংবাদকাবুলে নামাজের সময় মসজিদে হামলা, ইমামসহ নিহত ৩