ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ফ্লাইওভার, সেতু ও ট্রেন

ইসলাম টাইমস ডেস্ক: ঈদযাত্রা সামনে রেখে দেশের উত্তরাঞ্চলে যাওয়ার অন্যতম প্রধান মহাসড়কে দুটি ফ্লাইওভার ও চারটি আন্ডারপাস উদ্বোধন করা হলো আজ। তাছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ প্রতীক্ষিত গোমতি নদীর উপর দ্বিতীয়  সেতু এবং ঢাকা-পঞ্চগড় রুটে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ আন্তঃনগর ট্রেনেরও উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ‘আমাদের উন্নয়নকাজ অব্যাহত থাকবে। আমরা আমাদের সেতুগুলোর উন্নয়ন করে যাচ্ছি। এটা চলমান থাকবে। প্রায় সারা বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। সড়ক, নৌ, রেল ও বিমান মিলে সব দিক থেকে মানুষের যোগাযোগটা যাতে সহজ হয়ে যায় সেই চেষ্টা করছি। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আরও এগিয়ে নেবো।’

পূর্ববর্তি সংবাদকৃষকদের দুরাবস্থা সরকারের ভুল নীতির প্রতিফলন : ফখরুল
পরবর্তি সংবাদনিম্নবর্ণ নিয়ে বিদ্রূপ, ভারতে হিন্দু নারী চিকিৎসকের আত্মহত্যা