তালিমুদ্দীন একাডেমির ধারাবাহিকতায় এবার ‘ঈমানের পাঠশালা’র উদ্বোধন

ইসলাম টাইমস ডেস্ক: মারকাযুদ দাওয়াহর অধীনে তালীমুদ্দীন একাডেমির ধারাবাহিকতায় এবার  ‘মাদরাসাতুল ঈমান’  ‘ঈমানের পাঠশাল’ র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫ মে মোতাবেক ১৯ রমযান ইফতারের আগে মাদানীনগর মাদরাসার অদূরে ক্যানালের পাড় জনাব নসীবুল্লাহ সাহেবের বাড়িতে উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, মারকাযুদ দাওয়াহ ঢাকার আমীনুত তালীম মাওলানা মুহাম্মদ আবদুল মালেক মাদরাসাটির উদ্বোধন করেন।

মাদরাসার সার্বিক দায়িত্বে রয়েছেন মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক, মারকাযুদ দাওয়াহর উস্তায মাওলানা যাকারিয়া আবদুল্লাহ।

মাওলানা মুহাম্মদ আবদুল মালেকের পাশাপাশি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাখযানুল উলুম মাদরাসার মুহতামিম, তাহাফফুজে খতমে নুবুয়ত আন্দোলনের সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাদানীনগর মাদরাসার মুহতামীম মাওলানা ফয়জুল্লাহ ইদরীস সন্দ্বীপী। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও মুরুব্বীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদরাসাটি আপাতত তিনটি শিফটে সকল পেশার ও সকল বয়সের মানুষের কুরআন শেখার খেদমত করবে। পাশাপাশি মৌলিক আকায়েদ, মৌলিক মাসায়েল এবং জীবন যাপনের ইসলামী আদাব ও নীতিও এর পাঠ্যভুক্ত থাকবে। তাছাড়া বিভিন্ন উপলক্ষে  সাধারণ মানুষের জন্যে সময়োপযোগী বিভিন্ন আয়োজন থাকবে বলেও জানা যায়।

 

 

পূর্ববর্তি সংবাদবগুড়ায় ইফতার মাহফিলে ভিপি নুরুল হককে পিটিয়ে আহত করে একদল যুবক
পরবর্তি সংবাদমালিবাগে পুলিশের গাড়িতে বিস্ফোরণে নারী এএসআইসহ ২ জন রিকশা চালক আহত