ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ দিন পর পুনরায় চালু হয়ে আবারও বন্ধ হয়ে গেছে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসি বাস। ফলে রাজস্ব হারিয়ে লোকসানের পড়ার আশংকায় রয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বিআরটিসি নারায়ণগঞ্জ বেসরকারি পরিবহন সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় বিআরটিসি বাসের কাউন্টার বসতে দিচ্ছেন না।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘একজন সাংসদ নিজেই গাড়ির মালিক। উনি চান না এখানে বিআরটিসি চলুক। তাঁর নির্দেশেই পরিবহন সিন্ডিকেট বিআরটিসির কাউন্টার বন্ধ করেছে। কাউন্টার বন্ধ করে দেওয়াটা হলো নারায়ণগঞ্জে বিআরটিসি বাস পুনরায় বন্ধ করে দেওয়ার প্রাথমিক ধাপ।’
বিআরটিসির নারায়ণগঞ্জ বাস ডিপোর ব্যবস্থাপক প্রকৌশলী কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, বেসরকারি পরিবহনমালিকেরা জোর করে চাষাঢ়ায় বিআরটিসির বাস কাউন্টার বন্ধ করে দিয়েছেন। তাঁরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, এই রুটে বেশি যাত্রী চাষাঢ়া থেকে ওঠে। কিন্তু চাষাঢ়ায় যদি কাউন্টার বসাতে না দেয়, তাহলে রাজস্ব হারিয়ে লোকসানের পড়বে বিআরটিসি। এতে আবারও এ রুটে বিআরটিসি বাসসেবা বন্ধ করে দিতে হবে।
২০১১ সালে যাত্রীদের আন্দোলনের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসি-নন এসি বাস চালু করা হয়। দুই বছর আগে আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের মালিকানাধীন জেড এন করপোরেশনের ‘শীতল এসি বাস সার্ভিস’ চালুর এক সপ্তাহের মধ্যে এ রুট থেকে এসি বাস তুলে নেয় বিআরটিসি। গত দুই বছর বন্ধ থাকার পর ২২ মে ঢাকার গুলিস্তান স্টেডিয়াম মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বিআরটিসি এসি বাস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঘোষণা অনুযায়ী, এই বাস নগরের মণ্ডলপাড়া, চাষাঢ়া হয়ে রাজধানীতে যাতায়াত করবে।
