প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধিদল।

রোববার বিকালে তিন সদস্যের একটি প্রতিনিধিদল দাওয়াতপত্র নিয়ে রওনা দিয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে আগামী মঙ্গলবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করছে বিএনপি।

সেখানে কারাবন্দি খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জনপ্রতি ৩০ টাকা করে ইফতার করবেন তারা।

শায়রুল কবির বলেন, মঙ্গলবার রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি। সেখানে সম্মানিত অতিথি ছাড়া বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়াকে কারাবিধি মোতাবেক দেয়া ইফতারের সঙ্গে সঙ্গতি রেখে ইফতার করবেন।

দলের চেয়ারপারসনকে ইফতারের জন্য যে বরাদ্দ তার সমান অর্থাৎ জনপ্রতি ৩০ টাকার বেশি নেতাকর্মীরা ইফতার খাবেন না।

পূর্ববর্তি সংবাদভারতে লোকসভায় নির্বাচিত ১৫৯ জন এমপি খুন, ধর্ষণ ও অপহরণের আসামি
পরবর্তি সংবাদবগুড়ায় ইফতার মাহফিলে ভিপি নুরুল হককে পিটিয়ে আহত করে একদল যুবক