মাজালিসে ইতেকাফ
( ইতেকাফে প্রদত্ত বয়ান)
মারকাযুদ্দাওয়া আল ইসলামিয়া হজরতপুর প্রাঙ্গণের মসজিদে প্রদত্ত একগুচ্ছ বয়ান। বয়ানগুলো দেওয়া হয়েছে ইতেকাফের সময়। মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ ছাহেব, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক ছাহেব ও মাওলানা যাকারিয়া আবদুল্লাহ ছাহেবের বয়ান রয়েছে বইটিতে।
মারকাযুদ্দাওয়া প্রকাশনা বিভাগ থেকে বইটি সদ্য প্রকাশিত হচ্ছে। কাল-পরশুর (২১-২২ রমজান) মধ্যে বইটি সংগ্রহ করা যাবে বলে আশা করা যাচ্ছে। বইটি পেতে যোগাযোগ করুন মারকাযুদ্দাওয়া পল্লবী ও হজরতপুর প্রাঙ্গণে। মোবাইল নম্বর:০১৯৭৩২৯৫২৯৫
বইটির মুদ্রিত মূল্য: ২৪০ টাকা
