বগুড়ায় ইফতার মাহফিলে ভিপি নুরুল হককে পিটিয়ে আহত করে একদল যুবক

ইসলাম টাইমস ডেস্ক: ডাকসু ভিপি নুরুল হক নূর বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল যোগ দিতে বগুড়ায় গেলে তাকে পিটিয়ে আহত করেছে একদল যুবক।

আজ রবিবার বিকেলে বগুড়া শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৫টায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ইফতার মাহফিলে কিছু যুবক এসে তার সাথে কথা বলার সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও মারপিটের ঘটনা ঘটে। এতে ডাকসু ভিপি নূর আহত হন। পরে তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, ভিপি নূর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। তার চোখের উপর সামান্য আঘাত লেগেছে ও দাঁত থেকে রক্ত বের হয়েছে।

এদিকে, ভিপি নূর গণমাধ্যমের কাছে অভিযোগ করেছেন, ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইফতারের দাওয়াত দিতে যাচ্ছে বিএনপি
পরবর্তি সংবাদতালিমুদ্দীন একাডেমির ধারাবাহিকতায় এবার ‘ঈমানের পাঠশালা’র উদ্বোধন