ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, বিজেপির এই সাফল্য সন্দেহের উর্ধ্বে নয়। বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলো এভাবে হেরে যাওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, বিদেশী শক্তি নিশ্চই আছে এর পেছনে।
লোকসভার ফল বের হওয়ার পর শনিবার বিকেলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। তার আগে তিনি ফল পর্যালোচনা করতে এবং দলের অবস্থান ঠিক করতে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিক বৈঠকে জানান, নির্বাচনে দলের এমন বিপর্যয়ের জন্য মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করতে চেয়েছিলেন তবে দলের পক্ষ থেকে তাঁর এই প্রস্তাব গ্রহণ করা হয়নি। ফলে তিনি এই পদে থেকে কাজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।
উল্লেখ্য, এবারের ভোটে এক ধাক্কায় বিজেপির আসন ২ থেকে বেড়ে হয়েছে ১৮। শুধু তাই নয়, বিধানসভার নিরিখে হিসাব করলে ১২৮টি বিধানসভায় এগিয়ে রয়েছে বিজেপি। আর এই অবস্থায় ২০২১ সালেই বাংলায় বিধানসভা নির্বাচন। তাই চ্যালেঞ্জ বাড়ছে তৃণমূলের কাছে।
