ইসলাম টাইমস ডেস্ক: ভারতের সদ্য সমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনে নির্বাচিত সাংসদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ ও অপহরণের মতো গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া ২৩৩ জনের বিরুদ্ধে ফোজদারি মামলা রয়েছে। যা ২০১৯ সালে নির্বাচিত এমপিদের ৪৫ শতাংশ।
রবিবার ভারতের ন্যাশনাল ইলেকশন ওয়াচ (এনইডব্লিউ) ও অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস(এডিআর) নামের দুটি সস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
জানা যায়, এবারের লোকসভা নির্বাচনে বিজেপি থেকে এককভাবে নির্বাচিত ৩০৩ এমপির মধ্যে ১১৬ এবং কংগ্রেসের ৫২ এমপির মধ্যে ২৯ জনের নামের মামলা রয়েছে। বাকিরা অন্যান্য দলের।
