শিগগিরই অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে : তথ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: শিগগিরই অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনা হবে এবং সম্প্রচার আইন পাস করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ের নিজ দপ্তরে সংবাদপত্র পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার।’

এছাড়াও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অপরাজনীতি না করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন ‘দেশে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে সরকার।’

তিনি বলেন, খালেদা জিয়া তার শারীরিক অবস্থা নিয়ে যদি বিএনপি নেতাদের প্রতিক্রিয়া জানতে পারতেন তাহলে তিনি নিজেই উষ্মা প্রকাশ করতেন।

এ সময় সরকারকে বাইরে রেখে জাতীয় ঐক্য গড়তে ড. কামাল হোসেনের আহ্বান সম্পর্কে হাছান মাহমুদ বলেন, ‘যারা নিজেদের ঐক্য ধরে রাখতে পারে না, তারা জাতীয় ঐক্য গড়বে কীভাবে।’

পূর্ববর্তি সংবাদদিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি
পরবর্তি সংবাদচিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি