হেযবুত তাওহীদ রাষ্ট্রের জন্য হুমকির কারণ হবে: আল্লামা জুনায়েদ বাবুনগরী

ইসলাম টাইমস ডেস্ক: হেযবুত তাওহীদকে একটি ভ্রান্ত ইসলাম বিদ্বেষী অপশক্তি আখ্যায়িত করে তারা রাষ্ট্রের জন্য বড় ধরণের হুমকির কারণ হবে মন্তব্য করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ রবিবার  ইসলামি আকিদা সংরক্ষণ পরিষদ কর্তৃক আয়োজিত পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা বাবুনগরী এসব কথা বলেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, হেযবুত তাওহীদ যেসকল কার্যক্রম পরিচালনা করে তা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা ইসলামের নামে যেসব সন্ত্রাসবাদের কথা বলে তা ইসলাম সমর্থন করেনা। এরা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে সরলমনা মুসলমানদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা যদি এভাবে কার্যক্রম চালিয়ে যায় তাহলে তা রাষ্ট্রের জন্য বড় ধরণের হুমকির কারণ হবে।

সরকারের কাছে আল্লামা বাবুনগরী দাবী পেশ করে বলেন, আমরা খতমে নবুওতের ব্যানারে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবী জানিয়েছি। এখন আমাদের দাবী হলো কাদিয়ানীদের সাথে হেযবুত তাওহীদকেও রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে।

ইসলামি আকিদা সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুফতী রিজওয়ান রফিকীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতী লুতফুর রহমান ফরায়েজী, মাওলানা আব্দুর রহীম আল মাদানী, মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, মুফতী ইলিয়াস হামিদী, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদকাল ৯ ঘণ্টা গ্যাস থাকবে না উত্তরা-বারিধারা এলাকায়
পরবর্তি সংবাদবুযুর্গদের ইতিকাফ : হযরতপুরে মাওলানা আব্দুল মালেক সাহেবের প্রশান্তির মজলিস