দ্য জেনারেল অ্যাসেম্বলি অব দ্য ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপলিটি (আইবিবি) সম্প্রতি এ ঘোসণা দিয়েছে বলে খবর দিয়েছে তুরস্কের ডেইলি সাবাহ।
আইবিবি’র ঘোষণায় বলা হয়েছে, পবিত্র রমযান শেষে শুরু হবে ঈদের ছুটি। ফলে গণপরিবহনের এই সুবিধা শুরু হবে ৪ জুন ভোর ৬টা থেকে। চলবে ৬ জুন রাত ১২টা পর্যন্ত। কমিউটারে করে শহরের সর্বত্র ঘুরতে পারবেন নাগরিকেরা।
অন্য এক ঘোষণায় আইবিবি জানিয়েছে, তারা শিক্ষার্থীদের স্বল্পখরচে যাতায়াতের জন্য ‘ব্লু কার্ড’ দেয়ার পরিকল্পনা করছেন। এর মাধ্যমে তারা ৮৫ থেকে ৪০ লিরার মাধ্যমে গোটা শহরে ২০০ বার চলাচল করতে পারবেন।
ঈদুল ফিতরে তুরস্কেও তিন দিনের সাধারণ ছুটি। এই সময়ে সরকারি অফিস, স্কুল, পোস্ট অফিস, ব্যাংক ও কিছু সুপার মার্কেট বন্ধ থাকবে। তবে ছুটিতে তুরস্কের নাগরিকরা তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে ভ্রমণ করবেন।
