এবার ঈদে অর্ধকোটি মানুষ ঘরে ফিরবেন নৌপথে, রয়েছে ঝুঁকির আশঙ্কা

ইসলাম টাইমস ডেস্ক: এবার ঈদে ঢাকা থেকে নদীপথে প্রায় অর্ধকোটি মানুষ ঘরে ফিরবেন। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঝড়ের মৌসুম ও অবৈধ মালবাহী জাহাজের কারণে ঈদে ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নৌ পথের যাত্রা। পাশাপাশি সদরঘাটে লঞ্চের তুলনায় পন্টুন অনেক কম থাকায় যাত্রী ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে।

তবে বিআইডব্লিউটিএ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে চার ধরনের প্রস্তুতি নিয়েছে তারা। ইতোমধ্যে তাই প্রস্তুত করা হয়েছে প্রায় ২৫০ যাত্রীবাহী লঞ্চ।

ঢাকা-বরিশাল নৌ রুটের গুরুত্বপূর্ণ মিয়ারচর চ্যানেল। এখানে থেকে প্রতিদিন শত শত যাত্রীবাহী লঞ্চ চলাচল করলেও প্রয়োজনীয় পথ নির্দেশক বয়া বাতি নেই।

লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন, ঈদ ভরা ঝড় মৌসুমে হওয়ায় কুলকিনারাহীন নদীতে বয়া বাতি না বসালে ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে নদীপথ। ঈদে সে ঝুঁকি আরও কয়েকগুণ বাড়াবে নৌ পথে অদক্ষ চালক দিয়ে চলাচল করা মালবাহী নৌযান।

 

পূর্ববর্তি সংবাদওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
পরবর্তি সংবাদজিসিসি সম্মেলনে কাতারের আমিরকে সৌদি বাদশাহর আমন্ত্রণ