পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন সংসদ নির্বাচন চান ইসরাইলের মন্ত্রীরা

ইসলাম টাইমস ডেস্ক: আগামী তিন দিনের মধ্যে জোট গঠন করতে না পারলে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ইসরাইলের মন্ত্রীরা। সূত্র: ডেইলি সাবাহ

ইসরাইলের লিকুদ পার্টির নেতা ও স্পিকার মিকি জোহান নেসেট  ভেঙে দেয়ার খসড়া বিল রোববার টুইট করেছেন। লিকুদ পার্টির মন্ত্রীদের জরুরি বৈঠকের এক সপ্তাহ পর পার্লামেন্ট ভাঙার এ দাবি জানানো হয়।

সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এভিগডর লিবারম্যানের তথা কথিত ‘খসড়া আইন’ পার্লামেন্টে পাস করানোর উদ্যোগ নিলে এর তীব্র বিরোধিতা করেন লিকুদ পার্টির নেতারা।

এর প্রতিবাদে তারা সরকারকে দেয়া সমর্থন প্রত্যাহার করে নেয়। আগামী বুধবারের মধ্যে ক্ষমতাসীনদের নতুন শরিক খুঁজে নিতে না পারলে পরবর্তী তিন মাসের নতুন করে নির্বাচন দিতে হবে।

ঘুষ ও দুর্নীতি তিনটি মামলা থেকে খালাশ পেতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পার্লামেন্টে ওই আইনটি পাস করাতে চাইছিলেন। এর প্রতিবাদে শনিবার তেলআবিবে ৮০ জন বিক্ষোভ করেন।

পূর্ববর্তি সংবাদশপথ নিলেন ময়মনসিংহ সিটির মেয়র টিটু
পরবর্তি সংবাদইয়েমেনে গত ১০ দিনের সহিংসতায় ২৭ শিশু নিহত